Bankura

Mar 03 2023, 14:42

পরীক্ষার খাতা 'রিভিউ' করতে দেওয়ার দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের


বাঁকুড়াঃ পরীক্ষার খাতা 'রিভিউ' করতে দেওয়ার দাবি জানিয়ে কলেজের সামনে বিক্ষোভে সামিল হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা।

দক্ষিণবঙ্গের অন্যতম নামী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজের একাংশের পড়ুয়াদের অভিযোগ, তারা প্রত্যেকেই 'ভালো পরীক্ষা' দেওয়া সত্বেও কাউন্সিলের তরফে 'ফেল করিয়ে দেওয়া হয়েছে'। আর এই বঞ্চনার শিকার মূলতঃ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। একই সঙ্গে এমন ঘটনাও ঘটেছে 'ফেল ছাত্রকে পাশ, পরে আবার তাকেই ফেল' করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 'রিভিউ সিস্টেম' চালুর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

ছাত্র ছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় ঘোষ বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছি। গতবারেও এই ধরণের ঘটনা ঘটেছিল, তখন বিষয়টি কাউন্সিলকে জানানো হয়েছিল। পড়ুয়াদের মাধ্যমেই জানতে পারছি ফলাফলের পরিবর্তন হচ্ছে।

ঐ পরিবর্তন 'বাঞ্ছনীয় নয়' জানিয়ে তিনি আরো বলেন, এতে একদিকে পড়ুয়াদের মানসিক চাপ পড়ছে, অন্যদিকে আমাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। পড়াশোনা করেও ভালো ফলাফল না হলে শিক্ষক-ছাত্র সবার ক্ষেত্রেই সমান 'বিড়ম্বনা'। এই ফলাফলের উপর আগামী দিনে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও তিনি জানান।

Bankura

Mar 03 2023, 13:23

সিপিআইএমের জেলা সম্মেলন


খাতড়া: খাতড়া মহাবীর গেস্টহাউস এ আয়োজিত হতে চলেছে সিপিআইএম এর জেলা সম্মেলন। সাগারদিঘির ভোট বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জেতার পরে আজকের এই সম্মেলন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। যদিও বাঁকুড়া জেলা DYFI এর সাধারণ সম্পাদক দেবদুলাল প্রামানিক সেই কথা সরাসরি স্বীকার করেননি। তার মতে তাদের এই সম্মেলন ছিল পূর্ব পরিকল্পিত।

সকাল থেকেই বাম কর্মী ও সমর্থকদের মধ্যে এই সম্মেলন ঘিরে উন্মাদনা তুঙ্গে। খাতড়া জোনাল কমিটির অনেক সদস্য উপস্থিত থাকবেন আজকের সন্মেলনে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বুথ কমিটিকে মজবুত করা এবং মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরুপ নীতিগুলো তুলে ধরা।

সন্মেলনে উপস্থিত জোনাল কমিটির সদস্য সুদর্শন মন্ডল বলেন, " সাধারণ মানুষ বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কেই চিনে নিয়েছে। বাম পন্থাই একমাত্র বিকল্প মানুষের কাছে। " তবে যাই হোক, সাগর দীঘির জয় যে বানফ্রন্ট কর্মীদের নতুন অক্সিজেন যুগিয়েছে, সেটা সহজেই অনুমান করা যায়"।

Bankura

Mar 03 2023, 13:20

সূর্য্যকান্ত মিশ্র উবাচ


বাঁকুড়াঃ 'বামপন্থীরা এগোচ্ছে, সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল সেই কথাই প্রমাণ করে'। বললেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে দলের পলিট ব্যুরোর সদস্য ডাঃ সূর্য্যকান্ত মিশ্র। শুক্রবার বাঁকুড়ার সিমলাপাল ব্লক কমিউনিটি হলে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি আরো বলেন, তৃণমূলের ভোট উল্লেখযোগ্যভাবে কমেছে, বিজেপি তিন নম্বরে রয়েছে। সাগরদিঘিই 'আগামী দিনের ভবিষ্যৎ' বলে তিনি জানান।

অনুব্রতর দিল্লী যাত্রা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সূর্য্যকান্ত মিশ্র বলেন, এসবে কিছু হবেনা, এরা বড় জোর কান। ঐ কানকে টেনে 'আসল মাথা'কে টেনে ধরতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্ণীতির প্রসঙ্গেও তিনি একই কথা বলেন। তিনি বলেন, সব মাথা একজায়গায়, যা কালীঘাটে রয়েছে। সেই 'মাথা'কেই ধরতে হবে বলে সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক জানান।

জেলার জঙ্গল মহলে বামেদের ফের ঘুরে দাঁড়ানো নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, শুধু জঙ্গল মহলে নয়, এরাজ্যে তৃণমূল-বিজেপি বিরোধী বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে একসাথে তাঁরা লড়াই করবেন বলে জানান।

দলের এদিনের এই কর্মসূচীতে সূর্য্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা।

Bankura

Mar 02 2023, 15:32

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ এক পরীক্ষার্থী


বাঁকুড়াঃ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক ছাত্র। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া পরীক্ষা কেন্দ্রের ঘটনা। এই অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি ভর্তি করে সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, প্রতাপপুর গ্রামের বাসিন্দা, বড়জোড়া হাই স্কুলের ছাত্র সৈকত কর্মকার এদিন ঘুটগড়িয়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। সেখানেই সে 'অসুস্থ' হয়ে পড়ে। পরে তাকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি ভর্তি করা হয়, শুরু হয় চিকিৎসাও। পরে হাসপাতালে বসেই ঐ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।

Bankura

Mar 02 2023, 13:12

হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা


বাঁকুড়াঃ হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা! তার মধ্যেই ঐ জল পেরিয়েই যাতায়াত করছেন ভর্তি থাকা রোগী থেকে তাঁদের আত্মীয়রা। বুধবার রাত থেকে এই ছবিই দেখা গেল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিষয়টি হাসপাতাল সুপারও মেনে নিয়েছেন। বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভ নারায়ণ প্রসাদ বলেন, গ্রাউণ্ড থার্ড আর ফোর্থ ফ্লোরে সমস্যা হয়েছিল। টয়লেট পাইপ লাইনের সমস্যার জন্যই ঐ ঘটনা ঘটেছিল। বিষয়টি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের জানানো হয়।

Bankura

Mar 02 2023, 11:49

'জারবেরা ফুলে'র চাষ


কুড়াঃ মূলতঃ প্রায় শিল্প বিহীন 'কৃষি নির্ভর' জেলা হিসেবেই পরিচিত লাল মাটির জেলা বাঁকুড়া। রুখা-শুখা এই বাঁকুড়ার বুকে ফসল ফলিয়েই জীবিকা নির্বাহ করেন এই জেলার একটা বড় অংশের মানুষ। গত কয়েক বছর আগেও এখানকার মানুষ ধান, গম, বিভিন্ন ধরণের তৈলবীজ আর আলুর বাইরে কোন কিছু চাষের কথা ভাবতে পারতেননা, এখন জেলা উদ্যাণ পালন দপ্তরের সৌজন্যে লাভজনক অন্যান্য বিকল্প চাষের দিকেও ঝুঁকছেন এখানকার কৃষিজীবি মানুষ।

তেমনই একটি 'জারবেরা ফুলে'র চাষ। রুক্ষ, শুস্ক এই জেলার মাটিতে এখন বিপুলভাবে এই বাহারি ফুলের চাষ শুরু হয়েছে, শুরু হয়েছে বানিজ্যিক উৎপাদনও। আর তাই এই চাষ করেই লাভের মুখও দেখছেন এখানকার অনেকেই। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, আগে বড়জোড়ার মানাচর থেকে সোনামুখীর রণডিহা এলাকা পর্যন্ত গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডুলাস সহ অন্যান্য ফুলের চাষ হলেও জারবেরা ফুলের চাষ হয়নি। এই অবস্থায় জেলার চাষীদের দিয়ে এই লাভছনক ফুলের চাষ করানোর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে কোতুলপুরের জয়রামবাটির কাছে পানাহার গ্রামে পলি হাউস তৈরী করে প্রথম জারবেরা ফুলের চাষ হয়। পরে বর্তমানে খাতড়ার সুপুর, শময়িতা মঠ, বাঁকুড়া-১ ব্লকের দামোদরপুর সহ বিভিন্ন জায়গাতেও জারবেরার বানিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

জারবেরা ফুল চাষের সঙ্গে যুক্ত অজিত কোটাল, কার্তিক দত্তরা বলেন, পলি হাউসের মাধ্যমে বারো মাস এই ফুলের চাষ করতে হয়। জলের খরচ নেই বললেই চলে। বাজারে ব্যাপক চাহিদা ও দাম থাকায় জারবেরা ফুলের চাষ যথেষ্ট লাভজনক বলেই তাঁরা জানান।

জেলা উদ্যান পালন দপ্তরের ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত বলেন, গত বেশ কয়েক বছর ধরে এই জেলার চাষীদের জারবেরা ফুলের চাষের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছিল, অবশেষে সাফল্য এসেছে। এই ফুল চাষ করার জন্য সরকারীভাবে খরচের পঞ্চাশ অর্থ সহায়তা করা হচ্ছে। জেলার বিভিন্ন অংশের কৃষিজীবি মানুষ এখন এই ফুলের চাষ করছেন। এখানকার উৎপাদিত জারবেরা কলকাতার নিউ মার্কেট সহ অন্যান্য জেলায় রপ্তানী হচ্ছে। এই মুহূর্তে এক একটি জারবেরা ফুলের বাজারমূল্য ৮ টাকা, তবে মার্চ থেকে মে মাস পর্যন্ত ঐ দাম ১৫ থেকে ১৬ টাকাতে পৌঁছে যায় বলে তিনি জানান।

Bankura

Mar 01 2023, 17:38

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু


বাঁকুড়াঃ সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। গত ২৫ ফেব্রুয়ারী ভোরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়া সদর মহকুমা এলাকার ১ ও ৫ মাস বয়সী ঐ দুই শিশুর মৃত্যুর পরপরই আপাতত একাংশের চিকিৎসকদের ছুটি বাতিলের পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে   বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী জানান, এদিন থেকেই এই হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খুলে গেল। একই সঙ্গে আগামী দু'-তিন দিনের মধ্যে বহির্বিভাগে এ.আর.আই-র জন্য পৃথক টিকিট কাউন্টার খোলা হচ্ছে।  শিশু বিভাগের চিকিৎসকরা কেউই ছুটি নিচ্ছেননা জানিয়ে তিনি আরো বলেন, ২৪ ঘন্টা জরুরী বিভাগে ঐ চিকিৎসকরা থাকবেন। এছাড়াও জেলাস্তরীয় মেডিক্যাল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ, জনসচেতনতামূলক প্রচার ও ছাতনা, বড়জোড়া ও ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিস্থিতির উপরে নজরদারি চালানো হচ্ছে বলেও তিনি জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী বলেন, এখনো পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬৬ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৮ জন 'পিকু'তে ভর্তি রয়েছে, গত ২৫ ফেব্রুয়ারী ভোরে ১ ও ৫ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।